রাঙামাটিতে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দু’দিনের প্রশিক্ষণ শুরু

491

॥ গোলাম মোস্তফা ॥
আসন্ন ১৪ ফেব্রুয়ারী রাঙামাটি পৌরসভা নির্বাচনে দায়িত্ব পাওয়া প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের  নিয়ে দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারী) সকালে জেলা শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র রিটানিং অফিসার মো. শফিকুর রহমান বলেন, নির্বাচনে যেসব অফিসাররা দায়িত্ব পালন করবেন, তাদের নিয়ে মঙ্গলবার সকাল থেকে দু’দিনব্যাপী রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে  প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে ।

তিনি আরও বলেন,  রাঙামাটি পৌরসভা নির্বাচনে ৩১টি কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এইজন্য নির্বাচনে ৩১জন প্রিজাইডিং অফিসার, ২০১জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪০২জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এজন্য নির্বাচনে ৩১জন প্রিজাইডিং অফিসার, ২০১জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪০২জন পোলিং অফিসার ভোট গ্রহণের দায়িত্ব পালন করবেন।

এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ফৌজিয়া সিদ্দিক, নুর নাহার ইসলাম,মোঃ জামশেদুল ইসলাম সিকদার, শিমুল শর্মা,আমিনুল ইসলাম,মোহাম্মদ বেদারুল ইসলাম,মাহফুজুল ইসলাম। এছাড়া প্রশিক্ষক সহকারী হিসেবে উপস্থিত ছিলেন,আবর্তন চাকমা,রেদওয়ানুল হক মুন্না,জগৎ জ্যোতি চাকমা,রাংচাই মারমা, গোলাম মোস্তফা, কলিন চাকমা, মোঃ হেলাল, সোহেল চাকমা,মিঠুন চাকমা,সীমা দেওয়ান প্রমূখ। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে প্রার্থী মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪১জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯জন প্রতিদ্বন্ধীতা করছেন। ৩১টি কেন্দ্রের মাধ্যমে ৬২হাজার ৯০২জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৩৪হাজার ২৪২জন পুরুষ ভোটার এবং ২৮হাজার ৬৭১জন নারী ভোটার রয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে ৫মেয়র প্রার্থী, সাধারণ কাউন্সিলর পদে ৪১জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯জন প্রতিদ্বন্ধীতা করছেন। ৩১টি কেন্দ্রের মাধ্যমে ৬২হাজার ৯১৩জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৩৪হাজার ২৫২জন পুরুষ ভোটার এবং ২৮হাজার ৬৭১জন নারী ভোটার রয়েছেন।