রাঙামাটিতে ১৭ সাধকের ভিক্ষু থেকে মহাথেরোতে পর্দাপণ ঘিরে সংবর্ধনা

513

॥ স্টাফ রিপোর্টার ॥
বৌদ্ধদের প্রধান ধর্মীয় গুরুদের ২০ বছর পূর্ণ হওয়ায় ১৭ জন সাধককে ভিক্ষু থেকে মহাথেরো পর্দাপণের উপলক্ষে শুক্রবার (১২ ফেব্রুয়ারী) দিনব্যাপী রাঙামাটিতে বরণ ও সংবর্ধনাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শহরের অদুরে কাটাছড়ি লুম্বিনী বৌদ্ধ বিহার প্রাঙ্গনে আয়োজিত বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য ভিক্ষু সংঘের কেন্দ্রীয় সভাপতি শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাস্থবির। স্বধর্মদেশনা দেন সাদা মানুষ মনের হিসেবে খ্যাত ও চতুর্থ সংঘরাজ তীলকানন্দ মহাস্থবির। এছাড়া ধর্ম দেশনা দেন পার্বত্য ভিক্ষু সংঘের সাধারন সম্পাদক শ্রীমৎ শুভদর্শী মহাথেরো, আর্য্যকীর্তি মহাথেরো, মৈত্রী বিহারের আবাসিক ভিক্ষু পাঞাদীপ মহাথেরো, রাঙ্গাপানি মিলন বিহারের আবাসিক ভিক্ষু বুদ্ধদত্ত মহাথেরো, বুদ্ধরক্ষি মহাথেরো, সুগত লংকার মহাথেরো, চন্দ্রকীর্তি মহাথেরো প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় গান পরিবেশন করা হয়। পরে শত শত বৌদ্ধ নারী-পুরুষের অংশ গ্রহনের মধ্য দিয়ে বুদ্ধ মূর্তিদান, সংঘদান,অষ্ট পরিরস্কার দান, পঞ্চশীল প্রার্থনাসহ নানাবিধ দান করা হয়। এসময় অনুষ্ঠানে স্বধর্ম স্বারথী বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এতে বইয়ের মোড়ক উন্মোচন করেন চতুর্থ সংঘরাজ তীলকানন্দ মহাস্থবির। এছাড়া ১৭ জন ভিক্ষু থেকে মহাথেরো পর্দাপণ হওয়ায় তাদের ক্রেস দিয়ে বরণ করে নেওয়া হয়।
ধর্মীয় দেশনায় ধর্মীয় গুরুরা গৌতম বুদ্ধের বাণী ও উপদেশ মেনে চলে সৎচিন্তা. মৈত্রীভাব নিয়ে জীবনযাপনের উপদেশ দেন।

উল্লেখ্য, বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় গুরুরা প্রব্রজ্যা গ্রহনের পর থেকে ২০ বছর (২০ বর্ষা) পূর্ন হলে তাদের মহাস্থবির হিসেবে উপাধি দেওয়া হয়।