সেনা রিজিয়নের উদ্যোগে কাউখালীতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু

461

॥ মোঃ ওমর ফারুক ॥
বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙামাটি সেনা রিজিয়নের আয়োজনে ‘বঙবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ শিরোনামে কাউখালী উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতা। মঙলবার বিকেলের্ প্রতিযোগিতার প্রথম পব অনুষ্ঠিত হয়।

ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোাধন করেন রাঙামাটি সদর সেনা জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওছি) মোঃ শহিদ উল্লা পিপিএম্। প্রথম পর্বের প্রতিযোগিতা শুরু হয় কাউখালী –রানীরহাট প্রধান সড়কের সেগুন বাগান হতে মোট ৫কিলোমিটার কাউখালী সদর উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।

এ সময় কাউখালী রানীরহাট প্রধান সড়কের দু পাশে শত শত মানুষ ম্যারাথন দৌড় প্রতিযোগিদের করতালির মাধ্যমে অভিনন্দন জানান।। পরে কাউখালী উপজেলা পরিষদ মাঠে প্রতিযোগিদের মাঝে বঙ বন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন -২০২১ প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে সনদ প্রদান করা হয়। সনদ পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রধান নির্বাহী মুখ্য কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী, রাঙামাটি রিজিয়নের জিটুআই মেজর মোঃ মহিউদ্দিন, রাঙামাটি সদর জোনের টুআইসি মেজর মোঃ আব্দুর রাজ্জাক, ক্যাপ্টেন মোঃ রিদোয়ান, আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ এরশাদ সরকার, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা, ঘাগড়া ইউপি চেয়ারম্যান জগদীশ চাকমা, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান ধনকুমার চাকমা,বিআরডিবি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন।

প্রসঙ্গত বঙবন্ধুর জন্মশতবার্ষিকী ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙামাটি সেনা রিয়িনের আয়োজনে কাউখালী উপজেলায় তিন ধাপে মোট ২ হাজার ম্যারাথন দৌড়বিদ অংশগ্রহন করবেন। তার মধ্যে প্রথম ধাপে ৭শত জন প্রতিযোগি ১৬ ফেব্রুয়ারী/২১ খ্রিঃ অংশ গ্রহন করেন। ২য় প্রতিযোগিতা ১৯ ফেব্রুয়ারী/২১ খ্রিঃ ৭শত জন, ৩য় প্রতিযোগিতা আগামী ২৩ ফেব্রুয়ারী /২১ খ্রিঃ ৬শত জন প্রতিযোগি এই প্রতিযোগিতায় কাউখারী উপজেলায় অংশগ্রহন করবেন বলে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সংশ্লিষ্ট সুত্র জানান।