ব্রীজ ভেঙ্গে ট্রাক খাদেঃ রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

555

রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় ওভারলোডেড ট্রাকসহ বেইলী ব্রীজ ভেঙ্গে রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে বাঙ্গালহালিয়া সিনেমা হলের সামনে অতিরিক্ত পাথর বোঝায় একটি ট্রাক ব্রীজ পারাপারের সময় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় ট্রাক চালকসহ ২ জন আহত হওয়ার খবর স্থানীয় সুত্রে পাওয়া গেছে। সেনাবাহিনীর সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে সড়ক যোগাযোগ পুনরায় চালু করার জন্য ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে সড়ক বিভাগের লোকজন। যত দ্রুত সম্ভব সড়কটি চালু করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সড়ক বিভাগ।