|| স্টাফ রিপোর্টার ||
“মহান একুশে ফেব্রুয়ারি” আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটি জেলা আওয়ামীলীগ, পৌর ও সদর উপজেলা শাখাসহ সকল অঙ্গসংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও রাঙামাটি জেলা আওয়ামিলীগের সভাপতি দিপংকর তালুকদার এমপির সভাপতিত্বে রাঙামাটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতাব্বর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো: কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক রফিক আহমদ তালুকদার, জেলা কৃষক লীগের সভাপতি জাহিদ আক্তার, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সাওয়াল উদ্দিন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলমসহ জেলা আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতারা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে, ভাষা আন্দোলনের সকল শহিদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।