শহীদ দিবসে পার্বত্য কাব্য কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের নানা আয়োজন

816

॥ স্টাফ রিপোর্টার ॥

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পার্বত্য কাব্য কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের উদ্যোগে আলোচনা সভা ও স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১শে ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ভেদভেদিস্থ শেখ রাসেল স্মৃতি পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পার্বত্য কাব্য কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের প্রধান উপদেষ্টা কবি হাসান মনজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- পার্বত্য কাব্য কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভাপতি কবি সুনিল কান্তি চাকমা ও সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক এইচ এম আলাউদ্দীন।