শেষ মূহুর্তের গণশুনানীতেও দুই লক্ষাধিক টাকার অনুদান দিলেন রাঙামাটির বিদায়ী ডিসি

811

।। ইকবাল হোসেন ।।
শেষ মূহুর্তের গণশুনানীর দিনেও দুই লক্ষাধিক টাকার অনুদান দিলেন রাঙামাটির বিদায়ী জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। জেলা প্রশাসকের গণশুনানীতে এসে নিজেদের চাহিদা মতো সহায়তা পেয়ে খুশী সাহায্যপ্রার্থীরাও। তারা প্রাণ ভরে দোয়া করেছেন ডিসির জন্য।

প্রতি সপ্তাহের রুটিন অনুযায়ী বুধবার এ সপ্তাহেও গণশুনানিতে অংশ নেন জেলাপ্রশাসক একেএম মামুনুর রশিদ। এ সময় তিনি প্রায় অর্ধশত মানুষের নানা সমস্যার কথা শোনেন। সকলের অভিযোগ ও আবেদনসমূহ মনযোগসহ শোনার পর গুরুত্ব অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাৎক্ষণিক নির্দেশ দেন তিনি। যাদের সমস্যা সমাধান এ মূহুর্তে সম্ভব নেয় তাদের বিষয়টি পরবর্তীতে দেখার আশ্বাস দেন তিনি।

এসময় জেলা প্রশাসক ১জনকে সেলাই মেশিন, ১২টি চেকের মাধ্যমে ১লক্ষ ৮৫হাজার টাকার অনুদান, ৫হাজার ১৭২টাকার ঔষধ, ১জনের স্কুলের বেতন, ২জনকে বই ও নগদ ২০হাজার টাকা প্রদান করেন।

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আল মামুন মিয়া এবং সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান উদ্দীন মিঠু।