।। মাহাদী বিন সুলতান ।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে শেখ মুজিব ঢাকা ম্যারাথনের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫শে ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয়ের গেইট হতে ঢাকা ম্যারাথন সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্ণেল গোলাম মাবুদ হাসান (পিএসসি)।
দ্বিতীয় পর্বে ৫কিলোমিটার দৌড়ে ৩০০জন প্রতিযোগী অংশগ্রহণের মাধ্যমে নানিয়ারচর সেনা জোনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের সমাপ্তি হয়। এসময় অংশগ্রহণকারী প্রথম ১৫জনকে মেডেল ও সার্টিফিকেট এবং সকলকে সম্মাননা সনদ প্রদান করা হয়।
ম্যারাথন শেষে পুরষ্কার বিতরণ সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মেজর এসএম রুবাইয়াত হুসাইন (পিএসসি), উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার ও আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার প্রমূখ।
সভাপতির বক্তব্যে গোলাম মাবুদ হাসান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্বরনে এবং তার আদর্শ ও তার ইতিহাস আগামী প্রজন্মের মাঝে তুলে ধরতে “বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন” একটা ক্ষুদ্র প্রয়াস। সারাদেশে বাংলাদেশ সেনাবাহিনী এই ম্যারাথনের আয়োজন করেছে। এবং শুধু ঢাকা ম্যারাথনই নয়, জনবান্ধব সকল খেলাধুলায় নানিয়ারচর সেনা জোন আপনাদের পাঁশে থেকে সর্বাত্মক সহযোগীতা করে যাবে। ছেলেদের পাশাপাশি মেয়েরা আরো বেশি অংশগ্রহণ করে সমাজে নারী-পুরুষের বৈষম্য দূর করতে ভূমিকা রাখবে।