অবসরপ্রাপ্তদের বিদায় জানালো পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড

588

।। মাহাদী বিন সুলতান ।।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে অবসরপ্রাপ্ত সহকর্মীদের বিদায়ী সংবর্ধনা, শিক্ষা বৃত্তি প্রদান ও অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ-২০২১ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১লা মার্চ) বিকাল ৪টায় বোর্ডের মাইনী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা (এনডিসি)।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদ সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোঃ নুরুল আলম নিজামী, উন্নয়ন বোর্ডের সদস্য ও পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী, সদস্য বাস্তবায়ন মোঃ হারুনুর রশিদ, উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যান পরিষদের সহ-সভাপতি আমিনুর রশিদ, সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক সহ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তব্য প্রদান কালে কর্মকর্তারা উন্নয়ন বোর্ডে একটি ক্যান্টিন, নিজস্ব জায়গায় একটি সুপার সপ নির্মাণ, কর্মচারীদের জন্য গৃহ নির্মাণ লোনের ব্যবস্থা গ্রহণসহ নিজস্ব একটি এ্যাম্বুলেন্স এর ব্যবস্থা নিতে চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরার নিকট দাবি জানান।

অনুষ্ঠানে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ পূর্বক উন্নয়ন বোর্ড কর্তৃক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সংবর্ধনা, শিক্ষা বৃত্তি প্রদান ও বার্ষিক ক্রীড়ায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরবর্তিতে কেক কেটে উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের জন্মদিন উদযাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।