॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটির শ্রেষ্ঠ দলিল লিখক হিসেবে শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেয়েছে সমীরণ বড়–য়া। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঘটিকায় ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে আঞ্চলিক ভাষা ও বাঙ্গালী সংস্কৃতি পরিষদের উদ্যোগে রাঙামাটির শ্রেষ্ঠ দলিল লিখক হিসেবে শেরে বাংলা গোল্ডেন
এ্যাওয়ার্ড-২০২১ ও সনদপত্র পেলেন রাঙামাটি সদর দরখাস্ত ও দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাবু সমীরন বড়ুয়া।
এর আগেও তিনি ১৮ ফেব্রুয়ারী সেরা দলিল লেখক হিসাবে একুশে স্মৃতি পরিষদ কর্তৃক একুশে স্মৃতি এ্যাওয়ার্ড ২০২১ সম্মান পদক অর্জন করেছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মোঃ খাদেমুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া। আরো উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার এবং আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার বিপিএম উপ-পুলিশ কমিশনার কবি নুরুল ইসলাম।
সভাপতিত্ব করেন আঞ্চলিক ভাষা ও বাঙ্গালী সংস্কৃতি পরিষদের উপদেষ্টা বঙ্গরতœ বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ আবূুল হোসেন।