নানিয়ারচরে অসহায়দের মাঝে সেনাবাহিনীর অর্ধলক্ষাধিক টাকা সহায়তা প্রদান

401

॥ মাহাদী বিন সুলতান ॥

নানিয়ারচর জোন কর্তৃক এলাকার দুস্থ, অসহায়, গৃহহীন ও চিকিৎসায় নগদ অর্থ বিতরণ করেছে সেনাবাহিনী। বুধবার (০৩ মার্চ) সকালে নিজ কার্যালয় প্রাঙ্গণে দুস্থ, গৃহহীন ও অসহায় রোগীদের চিকিৎসায় নগদ অর্থ বিতরণ করেন জোন কমান্ডার লেঃ কর্ণেল মো. গোলাম মাবুদ হাসান (পিএসসি)।

এসময় নানিয়ারচর জোনের আওতাধীন বিভিন্ন এলাকার গৃহহীনদের নতুন ঘর নির্মাণে, দীর্ঘদিন ধরে অসুস্থ (নারী-পুরুষ) রোগীদের চিকিৎসায় ও অসহায় পরিবারের সন্তানদের শিক্ষা সামগ্রী ক্রয়ে মোট নয় জনকে অর্ধ লক্ষাধীক নগদ অর্থ বিতরণ করা হয়।

জোন সূত্রে জানা যায়, “সম্পৃতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় নানিয়ারচর জোন কর্তৃক এসব সুবিধাভোগীদের মাঝে নগদ এই অর্থ বিতরণ করা হয়েছে। সূত্রটি আরো জানায় উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে আগামীতে ও এই ধারা অব্যাহত থাকবে।