।। লংগদু প্রতিনিধি ।।
রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ আর্মি ক্যাম্প কোয়ার্টারের পাশে নদীর পানিতে ভাসমানরত অবস্থায়( ৩০ বছর) বয়সী অজ্ঞাত ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে লংগদু থানার পুলিশ।
লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম আমিন জানান, সকালে এলাকাবাসীরা রাস্তা দিয়ে চলাচলের সময় নদীর পানিতে একটি মৃতদেহ ভাসতে দেখে সেনাবাহিনীকে জানালে পরে সেনা জোন থেকে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যাক্তির মৃত দেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেলা মর্গে পাঠানো হয়েছে।
মৃতদেহের গায়ে একটি সবুজ চেক শার্ট, পরনে কালো জিন্স প্যান্ট ছিল। প্রাথমিক তদন্তে প্যান্টের পকেট থেকে একটি মোবাইল ও তিনশত টাকা পাওয়া গেছে। পোস্ট মর্টেমের রিপোর্ট আসলে বলা যাবে এটা হত্যাকান্ড নাকি অন্যকিছু বলে অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম আমিন জানান।