শাহবাগে লাঠিচার্জ ও আসামবস্তীতে মুক্তিযোদ্ধা সন্তানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

503

॥ মনু মার্মা ॥

ঢাকার শাহবাগে মুক্তিযোদ্ধা সন্তানদের উপর পুলিশের হামলা এবং মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা কমান্ড কাউন্সিল এর আহবায়ক মো: রাসেল তালুকদারের উপর দূর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাঙ্গামাটি জেলা কমান্ড কাউন্সিল। শুক্রবার বিকাল ৩টায় রাঙ্গামাটি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ডাকা চাকরীর ক্ষেত্রে ৩০% কোটাসহ ৭দফা দাবি আদায়ের সময় শাহবাগে শান্তিপূর্ণ আন্দোলনরত বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা সন্তানদের উপর পুলিশের হামলা এবং লাঠিচার্জের তীব্র নিন্দা জানান তারা। পাশাপাশি গত ২৬ ফেব্রুয়ারী মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা কমান্ড কাউন্সিল এর আহবায়ক মো: রাসেল তালুকদারকে রাঙামাটি আসামবস্তী এলাকায় রাতের আধারে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, ৭১ এর যুদ্ধে জীবন দিয়ে এ দেশকে যারা স্বাধীন করেছে তাদের অবদান অনস্বীকার্য। কিন্তু দুঃখের বিষয় বর্তমানে অনেক মুক্তিযোদ্ধার পরিবার আছে যারা এখনো অনেক পিছিয়ে রয়েছে। সরকার বীর মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করলেও তাদের সন্তানরা নানা ক্ষেত্রে বঞ্চিত। তাই দ্রুত ৩০% কোটা পুর্নবহালের জন্য প্রধানমন্ত্রীর বরাবরে আহ্বান জানান।

রাঙ্গামাটি জেলার আহবায়ক মো: রাসেল তালুকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো: কপিল উদ্দীন, সহ-সভাপতি জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক আব্বাস উদ্দীন, সদস্য জামাল উদ্দীন, চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম, রাঙামাটি জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শরিফ জিন্নাহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদে ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল শুক্কুর তালুকদার, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা কমান্ড কাউন্সিল রাঙামাটি জেলা সদস্য সচিব মো: শাহ আলম বাদশা, যুগ্ম-আহ্বায়ক ফাহমিদা আক্তার, কাউখালী উপজেলা কমিটির আহ্বায়ক মো: মাঈনুদ্দীন, লংগদু উপজেলার আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমূখ। এসময় জেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন।