॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥
আলোকিত আগামীর প্রত্যয়ে আমরা- স্লোগানে মানুষের পাশে দাঁড়ানোর অদম্য স্পৃহা নিয়ে বেড়ে ওঠা শহরের একঝাঁক প্রাণোচ্ছল তরুণ তরুণীর হাত ধরে পাঁচ বছর আগে যাত্রা শুরু করে সামাজিক স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন প্রিয় রাঙামাটি। সমাজে জনসেবা ও সচেতনতা মূলক এবং দাতব্য কর্মকান্ড পরিচালনার মাধ্যমে নিজেদের নিরবিচ্ছিন্ন পথচলায় সংগঠনটি পাঁচ বছর অতিবাহিত করে আজ ষষ্ঠ বছরে পা দিয়েছে।
প্রিয় রাঙামাটির ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার (৪ মার্চ) সংগঠনের নিজস্ব উদ্যোগে কিছু আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটি পালন করা হয়েছে।
দিনটিতে সংগঠনটি রিজার্ভমূখের একটি এতিমখানায় খাবার বিতরণ, অসহায় এবং বিধবা একজন মহিলাকে একটি সেলাই মেশিন প্রদান, ধর্ম চক্র বৌদ্ধ বিহার আসামবস্তিতে একটি পানির ফিল্টার প্রদান, শিশুদেরকে নিয়ে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয় রাঙামাটির প্রতিষ্ঠাতা ফাতেমা তুজ জোহরা রেশমি, সংগঠনের উপদেষ্টা ইকবাল আহমেদ তালুকদার রিজুয়ান, যুগ্ম-আহবায়ক সাহাদাত হোসেন সিকদার, প্রিয়া হক, সদস্য সচিব সোহেল চাকমা, বিশাল চৌধুরী, আজাদুল ইসলাম জিসাত, তাজুল ইসলাম রাজু, মায়েচিং মারমা সাথি, ইসহাক আহমেদ, বিশ্বজিৎ শীল, প্রীতম, খালেদ সাইফুল্লাহ, মুন্না দেব।
এসময় প্রিয় রাঙামাটির প্রতিষ্ঠাতা ফাতেমা তুজ জোহরা রেশমি সংগঠনের সকল সদস্য সহ তাদের পরিবার পরিজন, শুভাকাঙ্খী শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।