বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্রপূর্ণ সংস্কৃতি এ দেশের অমূল্য সম্পদ: দীপংকর তালুকদার

510

॥ বিশেষ প্রতিনিধি ॥
খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এম পি বলেছেন, বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র পূর্ণ সংস্কৃতি এ দেশের অমূল্য সম্পদ। সাংস্কৃতিক নানা উপাদান এসব জাতিগোষ্ঠীর সক্ষমতার বহিঃপ্রকাশ। সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতা মানবিক সংস্কৃতি বিকাশের অন্তরায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় উন্নয়নের জন্যই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতির বিকাশে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহন করেছিলেন।

তিনি বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতির উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া নানা কর্মসূচি তুলে ধরে বলেন, দেশে স্বীকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি। সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন সংশোধন করে ২৭ থেকে ৫০টি গোষ্ঠীকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তিনি গত বৃহস্পতিবার বাংলাদেশ বেতার রাঙামাটি আয়োজিত মুজিব-বর্ষ উপলক্ষ্যে কন্ঠস্বর প্রতিযোগীতা ২০২১ এ উত্তীর্ণদের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে উপরোক্ত কথা বলেন।

বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক মোঃ সেলিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটির সাবেক মহিলা এম পি ফিরোজা বেগম চিনু, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমিন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সুনীল কান্তি দে, মাহফুজুর রহমান মাহফুজ। বেতারের আঞ্চলিক প্রকৌশলী মোঃ আবু সাইদসহ অন্যান্য অতিথিবৃন্দ এবং শিল্পী-কলাকুশলী, বেতারের কর্মকর্ত-কর্মচারীবৃন্দ।

এবার গান, নাটক, কবিতা, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা গানসহ বিভিন্ন বিভাগে মোট নয় শত প্রতিযোগীর মধ্যে মোট ১৬৯ জনকে উত্তীর্ণ হিসেবে বাছাই করা হয়।