রাঙামাটির কাঁঠালতলীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে আসবাবপত্র ব্যবসায়ী সমিতি

489

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি পৌর এলাকার কাঁঠালতলীর মসজিদ কলোনীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে সহযোগিতার হাত বাঁড়িয়েছে রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমিতি লিমিটেড। রোববার দুপুর ১২টায় রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমিতি লিমিটেড এর উদ্যোগে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ ১৬টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও পারিবারিক ব্যবহার্য উপকরণ সামগ্রী প্রদান করা হয়।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও পারিবারিক ব্যবহার্য উপকরণ সামগ্রী মধ্যে ছিলো- চাল, আলু, পেয়াজ, সাবান, তেল, মগ, বালতি, চামচ, পাতিলসহ বিভিন্ন উপকরণ সামগ্রী।

এসময় রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমিতি লিমিটেড এর সভাপতি মো: মিজান, সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন পেয়ারু, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, রাঙামাটি চেম্বার অফ কমার্সের সভাপতি আবদুল ওয়াদুদসহ অত্র সমিতি কার্যকরি পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।