॥ স্টাফ রিপোর্টার ॥
কাঁঠালতলী মসজিদ কলোনিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারের মাাঝে ঢেউ টিন, নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রাঙামাটি জেলা প্রশাসন। রোববার বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়ি তৈরির জন্য ৮পরিবারকে ২বান টিন ও ৬ হাজার টাকার চেক এবং ১ পরিবারকে ১বান টিন ও ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়। আর ভাড়াটিয়া ৭ পরিবারসহ সকলকে ২৫ কেজি করে চাউল ও ২টি করে কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা (উপমা), বৃহত্তর বনরূপা ব্যাবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মো. আবু সৈয়দ ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দীন উপস্থিত ছিলেন।