দেশের উত্তরণ ঘিরে নানিয়ারচরে পুলিশের আনন্দ আয়োজন

398

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান এবং বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুরান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে নানিয়ারচর থানা পুলিশ। রোববার বিকালে থানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরজামাল হাওলাদার, আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার ও প্রাইমারী রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোঃ সরওয়ার কামাল প্রমূখ।

নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ একটি নান্দনিক ও কাব্যিক রুপ যা দীর্ঘ কবিতা হিসেবে বিবেচিত হয়েছে এবং এই ভাষণ পৃথিবীর ১২টি ভাষায় অনুদিত হয়েছে। ইউনেস্কো এই ভাষণকে ওয়ার্ল্ড হেরিটেজ স্পিস হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণেই দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এবং বিশ্ব মানচিত্রে রচিত হয়েছে নতুন একটি দেশ। ১৯৭১ সালের পরবর্তী অনেকে বাংলাদেশকে হিংসা করে অনেক কটুকথা বলেছে। এমনকি তলা বিহীন ঝুঁড়ি বলে আখ্যা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী উদ্যোগের ফলে আজ বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হতে চলেছে।