॥ আলমগীর মানিক ॥
আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করেছে রাঙামাটির এলজিইডি কর্তৃপক্ষ। সোমবার রাঙামাটি এলজিইডি অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন এলজিইডি রাঙামাটির নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে রাঙামাটি সরকারি কলেজের বাংলা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক জোবাইদা আব্বাস ঝিনুক, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ তাসাউর, সহকারী প্রকৌশলী প্রসেনজিৎ দাশ, সিসিটি চন্দনা চাকমা ও কার্য্যসহকারী লুবনা হক।
আলোচনা সভায় বক্তারা বলেন, পৃথিবীতে একজন নারী তার ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে পুরুষের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করতে পারেন। নারীরা সমাজে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছে এমন মন্তব্য করে বক্তারা বলেন, আমাদের সমাজে নারীদের এগিয়ে নিতে হলে তাদের উপর চলমান মানসিক ও সামাজিক নির্যাতন বন্ধে পুরুষদেরকেই সর্বাজ্ঞে এগিয়ে আসতে হবে। বিশে^র সকল নারীদের প্রতি সম্মান জানিয়ে আলোচকবৃন্দ বলেন, জাতি-ধর্ম বর্ণ ভাষা সংস্কৃতি ও অর্থনৈতিক ভেদাভেদ ভূলে সামনের দিকে অগ্রসর হতে সহযোগিতার কোনো বিকল্প নেই। উক্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী বলেন, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরনে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করে সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন।