পৌরবাসীর জীবনমান উন্নয়নের শপথ নিলেন রাঙামাটির নবনির্বাচিত মেয়র-কাউন্সিলররা

428

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি পৌরসভার নব-নির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী ও কাউন্সিলররা শপথ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে পৌরসভার দায়িত্ব নিয়েছেন। বুধবার (১০ মার্চ) চট্টগ্রাম সার্কিট হাউসে সকাল ১১টার দিকে চট্টগ্রাম বিভাগের আটটি পৌরসভার নির্বাচিত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের সাথে শপথ বাক্য পাঠ করেন রাঙামাটি পৌরসভার এই জনপ্রতিনিধিরা। শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।

শপথ গ্রহণ পরবর্তী রাঙামাটি শহরে প্রবেশকালে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ফুলের তোড়া ও মোটর সাইকেল শোভাযাত্রার সংবর্ধনায় সিক্ত হন পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা।

শহরে প্রবেশ করেই মেয়র আকবর হোসেন চৌধুরী, কাউন্সিলর জামাল উদ্দীনসহ জনাকয়েক কাউন্সিলর ভেদভদীস্থ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। এসময় ১মিনিট নিরবতা পালন করে সংক্ষিপ্ত আলোচনা সমাবেশ করা হয়।

সমাবেশে পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, ‘জনগণ আমাকে অনেক আশা নিয়ে এবারের নির্বাচনে নির্বাচিত করেছেন। রাঙামাটিতে ইভিএম পদ্ধতিতে ভোটদানের মাধ্যমে নতুন মাইলফলক তৈরী করেছে জনগণ। আমি চেষ্টা করব তাদের আশার প্রতিফলন ঘটাতে। আমি নির্বাচনী যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তার সবটুকুই বাস্তবায়ন করব দায়িত্বকালে।’

তিনি আরো বলেন, ‘আমি আমার এলাকার মানুষের জানমাল রক্ষায় নিবেদিত থাকব। পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, জীবনমান উন্নয়নই আমার কর্মযজ্ঞের প্রধান অংশ হয়ে থাকবে।’