॥ স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন (একটি মানব কল্যাণ ও সেবামূলক প্রতিষ্ঠান) রাঙামাটি পার্বত্য জেলা শাখার সদস্যরা শহরের ৭নং ওয়ার্ডের কাঠালতলী মসজিদ কলোনিতে আগুনে পুড়ে ঘরবাড়ি হারা মানুষদেরকে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছে। বৃহস্পতিবার (১১ মার্চ) বিকাল ৫টায় অগ্নিদুর্গতদের বিপদের কথা চিন্তা করে বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন পরিবারের সদস্যরা প্রতিটি পরিবারের জন্য নগদ ৫০০/- (পাঁচশত) টাকা করে মোট ৮০০০/- (আট হাজার) টাকা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশনের উপদেষ্টা ও রাঙামাটি পৌরসভা পুনঃরায় নির্বাচিত ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শাহাদাত হোসেন, সহ-সভাপতি মোঃ সাদ্দাম হোসেন মুন্না, সহ-সভাপতি মোঃ আকবর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ মামুন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াতুল রহমান, প্রচার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দীন জুয়েল, নির্বাহী সদস্য মোঃ তারেক হোসাইন মাহিম, মোঃ আল আমিন, মোঃ আব্দুল মান্নান, মোঃ আরমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, গত শনিবার (০৬ মার্চ) দুপুর ১.৪০মিনিটে অগ্নিকা-ের ঘটনায় ঘটে। সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের দীর্ঘ ২ঘন্টার চেষ্টায় আগুনে নিয়ন্ত্রণে আসে। এসময় ১৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।