।। গোলাম মোস্তফা।।
রাঙামাটির নানিয়ারচর উপজেলার অধীন যে সমস্ত ভোটার ২০১৯ সালে তালিকাভুক্ত হয়েছেন এবং যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে তাদের ১০ মার্চ হতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হচ্ছে। সারাদেশে ভোটারদের পর্যায়ক্রমে ডিজিটাল আইডি কার্ড (স্মার্ট কার্ড) বিতরন করা হচ্ছে, তারই ধারাবাহিকতায় রোববার ( ১৪ মার্চ) নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ভোটারদের সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
এদিকে সকাল ১০টা থেকেই দেখা গেছে ভোটারদের উপচে পড়া ভীর। স্মার্ট জাতীয় পরিচয়পত্র হাতে পেয়ে কয়েকজন তাদের অনুভুতি জানতে গিয়ে তারা বেশ কৌতুহল প্রকাশ করেন। স্মার্ট কার্ড পেয়ে নিরুপা চাকমা ও প্রিয়সি চাকমা বলেন, আমরা স্মার্ট কার্ড হাতে পেয়ে অনেক খুশি।
স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরনের সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মোঃ শফিউল ইসলাম, মালেক, নানিয়ারচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন রনিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন নানিয়ারচর উপজেলা নির্বাচন অফিসের অফিস সহায়ক পাইলাপ্রু মারমা, গোলাম মোস্তফা ও কলিন চাকমা।





























