॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
জুরাছড়ি সেনা জোনের বিদায়ী উপ-অধিনায়ক মেজর নাজমুল হাসান কে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার জুরাছড়ি উপজেলা প্রশাসনের এ বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ, অফিসার ইনচার্জ জুরাছড়ি থানা শফিউল আজম, ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা,১নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যানন চাকমা,৩ নং মৈদং ইউপি চেয়ারম্যান সাধনানন্দ চাকমা সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেজর নাজমুল হাসান জুরাছড়ি জনগণের প্রতি যে দরদ দেখিয়েছেন তা অস্বীকার করার কোন অবকাশ নেই। তিনি করোনাকালীন সময় অসাধারণভাবে তার দায়িত্ব পালন করে গেছেন এজন্য বক্তারা তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইউআরসি মোরশেদুল আলম এর উপস্থাপনায় এ অনুষ্ঠানে বিদাীয় অতিথির হাতে প্রশাসনের পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।