॥ মোঃ নাজিম উদ্দিন ॥
বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীর ওপর নির্মানাধীন একটি সেতুর গার্ডার ভেঙে পড়েছে। সোমবার রাতে ঘটা এ ঘটনায় দুই নির্মাণ শ্রমিক আহত হন। দুর্ঘটনার পর মঙ্গলবার খাগড়াছড়ি সড়ক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতরা হলো, মো.ইউছুফ ও মো.সবুজ। স্থানীয়রা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন। আহত দু’জনের বাড়িই জামালপুর।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, ১১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপদ বিভাগ ২০১৬ সালের ১১ জানুয়ারি এই সেতু তৈরির কাজ শুরু করে ২০১৯ সালের ১ জানুয়ারি কাজ শেষ করার কথা ছিল। কুমিল্লা জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স সেতুটি নির্মাণ করছে।
এর আগেও একবার গার্ডারটি ভেঙে পড়ে। তিনি আরো জানান,এটি একটি দুর্ঘটনা। শ্রমিকরা রাতে কাজ করার সময় একটি গার্ডার কাত হয়ে পড়ে এবং একটি রেডি গার্ডার নিচে ধসে পড়েছে। সেন্টারিংয়ের কোনো সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।