॥ মাহাদী বিন সুলতান ॥
আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে “ ফরেস্ট রেস্টরেশন; এ পাথ টু রিকভারি এ্যান্ড ওয়েল বিং” প্রতিপাদ্যে আলোচনা সভার আয়োজন করেছে রাঙামাটি বন বিভাগের বন সংরক্ষক রাঙামাটি অঞ্চল। রোবিবার সকাল ১১টায় বনরূপাস্থ বন সংরক্ষকের কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রাঙামাটি সার্কেল বন সংরক্ষক কর্মকর্তা মুহাম্মদ সুবেদার ইসলাম।
বন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা অজিত কুমার রূদ্র, দক্ষিণ বন বিভগের বিভাগীয় কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ, জুম নিয়ন্ত্রণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির, ইউএসএফ আ.স.ম আব্দুল ওয়াদুদ, রাঙামাটি অঞ্চলের বন কর্মকর্তা অনুকর চাকমা, উত্তর বন বিভাগের কাচালং ষ্টেশন কর্মকর্তা হাসান আল তারেকসহ বিভিন্ন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম দেশের মোট বনভূমির বড় একটা অংশ। কিন্তু দিন দিন বিলুপ্ত হতে চলেছে এই অঞ্চলের বনভূমি। এই বনভূমি বাঁচাতে প্রয়োজন আমাদের সচেতনতা। সচেতনতা বৃদ্ধিই পারে এই অঞ্চলের বনভূমি বাঁচাতে।
বক্তারা আরো বলেন, বনভূমি উজাড় হলে জীববৈচিত্রের উপর মারাত্বকভাবে বিরুপ প্রভাব পড়বে। এতে করে দেশের অপূরণীয় ক্ষতি সাধন হবে। তাই বেশি করে গাছ লাগিয়ে বনভূমি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।






























