॥ ইকবাল হোসেন ॥
বাহারি ও বর্ণিল পণ্যের সমাহার নিয়ে রাঙামাটি নারী উন্নয়ন সংস্থা আয়োজিত ৪দিন ব্যাপী শেষ হয়েছে। মেলায় নারী উদ্যোক্তাদের উৎপাদিত তাঁতের বস্ত্র, গয়না সামগ্রী, পাট সামগ্রী, গৃহস্থলী পণ্য, বুটিকস, দেশি খাবার প্রভৃতি স্বদেশী পণ্যের এই পসরা সাজানো হয়। রাঙামাটি শহরে নিউ মার্কেটের আশিকা হলরুমে এ প্রদর্শনী রোববার থেকে শুরু হয়।
মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাঙামাটি নারী উন্নয়ন সংস্থার আয়োজনে ৪ দিন ব্যাপী এই পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
নাসিব সভাপতি বিপ্লব চাকমার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, নারী অধিকার কর্মী ও সমাজকর্মী টুকু তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাঙামাটি নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী কেলি চাকমা ও অর্থ সম্পাদক তুশিতা চাকমা। বক্তব্যের পর ২২টি স্টলের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। সাংস্কৃতিক অনষ্ঠানে রাঙামাটি বিসিকের এজিএম মোনতাসির মামুন ও শামসু উদ্দীন মজুমদার উপস্থিত ছিলেন।