রাঙামাটিতে পাঁচদিনের মাশরুম প্রশিক্ষণ সম্পন্ন

485

॥ স্টাফ রিপোর্টার ॥
প্রশিক্ষণ লব্ধ জ্ঞান সঠিক সময়ে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে। বর্তমান সময়ে চাকুরীমুখী না হয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করতে হবে। চাকরীর বাজার সীমিত কিন্তু উদ্যোক্তাদের কাজের পরিধি বিশাল। জেলা সমবায় কার্যালয় কর্তৃক আয়োজিত ৫ (পাঁচ) দিনব্যাপী মাশরুম প্রশিক্ষণার্থীদেরকে সার্টিফিকেট ও মাশরুম বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

তিনি আরও বলেন, পারিবারিক স্বচ্ছলতার পাশাপাশি দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে প্রশিক্ষিত হয়ে কর্মসংস্থানের বিকল্প নেই। মাশরুম একটি পুষ্টিসমৃদ্ধ উচ্চমানের খাবার। প্রশিক্ষিতরা মাশরুম চাষের মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা ইউসুফ হাসান চৌধুরী এবং উপ-সহকারী নিবন্ধক মৌসুমী ভট্টাচার্য্য ও প্রশিক্ষণার্থীরা। উল্লেখ্য, মোট ২৫জন প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট ও মাশরুম বীজ বিতরণ করা হয়।