॥ স্টাফ রিপোর্টার ॥
সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ানো গেলেই করোনার দ্বিতীয় ঢেউ থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন। তিনি বলেন আমরা একটি করোনা মুক্ত বাংলাদেশ গড়তে চাই। তিনি বলেন স্বাস্থ্য বিধি মেনে চললেই করোনার প্রকোপ থেকে বাঁচা সম্ভব। তাই তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।
বুধবার রাঙামাটির বনরূপা এলাকায় করোনা সম্পর্কে সচেতনতা বাড়াতে জনগণের মাঝে মাস্ক বিতরণ কালে পুলিশ সুপার মীর মোদদাছছের হোসনে এ কথা বলেন।
এসময় রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো.ছুফি উল্ল্যাহ,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ,কতোয়ালী থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা মো.কবির হোসেন,ট্রাফিক ইন্সপেক্টর মো. ইসমাইলসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।