॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কেজি এন্ড হাই স্কুলের আয়োজনে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬শে মার্চ) বিকালে বুড়িঘাট পুর্নবাসন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির হোসেন।
প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মোঃ শাহ জালাল হোসাইনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কেজি এন্ড হাই স্কুলের পরিচালক এ্যাড. মামুন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ নুরুজ্জামান হাওলাদার।
আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, স্থানীয় ইউপি সদস্য শফিউল ইসলাম, সাবেক মহিলা ইউপি সদস্য বিলকিস বেগম ও বুড়িঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বাবুল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান স্বাধীনতার ইতিহাস আমাদের পরবর্তি প্রজন্মকে জানতে হবে। মুক্তিযোদ্ধাদের ইতিহাস সাহসিকতাপূর্ণ, মুক্তিযুদ্ধের ইতিহাস লোমহর্ষক ও বিরত্বপূর্ণ। একজন মা নিজের ছেলেকে ঘর থেকে যুদ্ধে পাঠিয়ে দিয়েছেন। রণাঙ্গন থেকে অনেকেই ফিরেছেন বিজয়ের পতাকা হাতে। কিন্তু ফেরেনি ৩০লক্ষ মায়ের সূর্য সন্তানেরা।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা মঈনুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে সেদিন আমরা ঝাপিয়ে পড়েছিলাম দেশ রক্ষায়। আজ জাতি আমাদেরকে দিয়েছে বীরের সম্মান, দিচ্ছে মুক্তিযোদ্ধা ভাতাসহ নানান সুবিধা। কিন্তু তরুণ বয়সে যেদিন যুদ্ধের ময়দানে ছুটে গিয়েছিলাম সেদিন বাঁচব নাকি মারা যাব সেই চিন্তা করিনি। কোথায় চাকরি, কোথায় বিয়ে এসব কিছু ভাবিনি। সব সময় একটাই চিন্তা ছিল, পাকিস্থানি হানাদার বাহিনী থেকে বাংলাদেশকে স্বাধীন করতে হবে।
অনুষ্ঠানে নানিয়ারচর থানা কর্তৃক ৩জন বীর মুক্তিযোদ্ধাকে সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতা দিবসে সংবর্ধনা প্রদান করেন। এসময় মুন্সি আব্দুর রউফ স্কুল কর্তৃক বিভিন্ন ইভেন্টে খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝ পুরস্কার বিতরণ করা হয়।