॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥
আগামী ৭ এপ্রিল বুধবার হতে ৯দিন রাঙামাটি-মানিকছড়ি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কে সাময়িক যান চলাচল বন্ধ থাকবে বলে “যানবাহন সীমিত করণের বিজ্ঞপ্তি” দিয়েছে রাঙামটি সড়ক বিভিাগ।
রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহে আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রতিষ্ঠানটি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে- এই মর্মে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাঙামটি সড়ক বিভাগাধীন রাঙামাটি-মানিকছড়ি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের ২৯তম কিমিঃ এ (বেতছড়ি) বিদ্যমান বেইলী সেতু মেরামতের নিমিত্তে আগামী ০৭/০৪/২০২১ খ্রিঃ তারিখ বুধবার হতে ১৩/০৪/২০২১ খ্রিঃ তারিখ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা হতে রাত ৮টা পর্যন্তযানবাহন চলাচল বন্ধ থাকবে।