॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি রির্পোটার্স ইউনিটি’র নির্বাচনে আবারো সভাপতি ও সেক্রেটারী পদে সুশীল-রাজন নির্বাচিত হয়েছেন। শনিবার রির্পোটার্স ইউনিটি কায্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে আর কোন প্রতিদন্ধী না থাকায় পূর্বের প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
রাঙামাটি রির্পোটার্স ইউনিটি সূত্র জানায়, এবারের নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তর প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা, সেক্রেটারী পদে যমুনা টেলিভিশন প্রতিনিধি মো. ফজলুর রহমান রাজন ও অর্থ সম্পাদক পদে দৈনিক অধিকার প্রতিনিধি মো. কামাল উদ্দীন পূনরায় নির্বাচিত হয়েছে। শনিবার সকালে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে রির্পোটার্স ইউনিটি সভাপতি সুশীল প্রশাদ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৯ সদস্যবিশিষ্ট এ কমিটির নাম ঘোষণা করা হয়।