নানিয়ারচরে শুরু হয়েছে করোনা টিকার ২য় ডোজ

458

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
বিশ্ব মহামারি করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু করেছে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শনিবার (১০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার ২য় ডোজ নিয়েছেন নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা ও নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির হোসেন প্রমূখ।

নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা অফিসার ড. নূয়েল খীসা জানান, ১ম ধাপে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন মোট ১৪৬৩জন, যা এখনও চলমান আছে। আজ থেকে ২য় ধাপ শুরু হয়েছে। প্রথম দিনেই ৪০জন করোনা টিকার ২য় ডোজ গ্রহণ করেছে। এসময় ভয় না পেয়ে সকলকে করোনার টিকা নিতে আহ্বান জানান তিনি।