খালেদা জিয়ার সু-স্বাস্থ্য কামনায় রাঙামাটিতে ছাত্রদলের ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

833

|| স্টাফ রিপোর্টার ||

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য কামনায় স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে রাঙামাটি নগর শাখাধীন ৭নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে ছিন্নমুল পথচারীদের মাঝে ইফতার বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ এপ্রিল) বিকেলে ছিন্নমুল পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয় এরপর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল এবং ইফতার অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, জেলা স্বেচ্ছাসেবদক দলের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খুরশিদ আলম রাজু, তারেক আহমেদ, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রনি, জেলা যুবদলের প্রচার সম্পাদক কামাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকদলের প্রচার সম্পাদক শাহাদত পারভেজ, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ শাহ আলম, নগর ছাত্রদলের সদস্য সচিব আব্দুস শাকুর জাবেদ, নগর ছাত্রদলের সদস্য সাইফুল ইসলাম তারা, কলেজ ছাত্রদলের সদস্য শাহাদত হোসেন সিকদর, মোঃ আকবর হোসেন, গালিব হাসান, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ বাদশা, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ কফিল উদ্দিন, ওয়ার্ড যুবদলের শান্তি নগর ইউনিট শাখার সভাপতি মোঃ মানিক, ওয়ার্ড ছাত্রদলের শহিদুল ইসলাম বাবু, মোঃ জাহিদ,মোঃ রাকিব, শাওন, মনির, আবু তালেব, আরমান, আহমেদ আরমান, বাবু, ইসমাঈল, রাহাত উদ্দিন, মোঃ আরজু, আমানত উল্ল্যাহ অপূর্ব, সাইদুল, বিজ্ঞান চাকমা, রাব্বানী, ইশকান্দারসহ ওয়ার্ড যুবদল, স্বেচ্ছাসেবকদ ও ছাত্রদলের বিভিন্নস্তরের নেতাকর্মীবৃন্দ।

উক্ত ইফতার মাহফিল মোঃ ওমর মোরশেদ এর সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন করা হয় এবং মাওলানা আব্দুল কাদের এর মিলাদ, ক্বিয়াম ও দোয়ার মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।