॥ স্টাফ রিপোর্টার ॥
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য কামনায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের উদ্যোগে কাঁঠালতলী ও আলম ডক ইয়ার্ড এলাকায় ইফতার বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে ছাত্রদলের নেতাকর্মীরা এ ইফতার সামগ্রী বিতরণ করে। এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খুরশিদ আলম রাজু, সিঃ যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রনি, নগর ছাত্রদলের সদস্য সচিব আব্দুশ শাকুর জাবেদ, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি এমদাদ হোসেন হিরু, মোঃ ওমর মোরশেদ, মোঃ মানিক, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন তানভীর, ওয়ার্ড ছাত্রদলের শহিদুল ইসলাম বাবু, মোঃ জাহিদুল ইসলাম, আবিত আলী আরজুসহ ওয়ার্ড ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।