বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে নানিয়ারচরে আলোচনা সভা

519

।। মাহাদী বিন সুলতান ।।

বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০২১ উপলক্ষে নানিয়ারচরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫শে এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য সেবা কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. নূয়েন খীসার সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা কেন্দ্রের এনজিও পার্টনার ব্রাকের উপজেলা ম্যানেজার জেপলিন চাকমা, মেডিকেল অফিসার (আরএমও) ড. দোলন দাশ প্রমূখ।

এই প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. নূয়েন খীসা জানান, পার্বত্য চট্টগ্রামে ২০১৯ সালে ম্যালেরিয়া রোগী শনাক্ত হয় ২৩জন। ২০২০ সালে এর পরিমান ছিল শুণ্য। পরীক্ষার পরিমানে কোন প্রকার ত্রুটি নেই। ২০২১ সালেও নানিয়ারচর উপজেলায় কোন ম্যালেরিয়া রোগী নেই। এটা স্বাস্থ্য বিভাগের যেমন অর্জন। তেমনি আমাদের দ্বায়ীত্ববোধটা আরো বেড়ে গেল।

তিনি আরো বলেন, ম্যালেরিয়া প্রতিরোধে আমাদের আগের চেয়ে আরো বেশি সতর্ক হতে হবে। এসময় তিনি সকলকে কীটনাশক যুক্ত মশারি ব্যবহার, কোভিড-১৯ সম্পর্কে সচেতন ও মাস্ক পরিধান করারও পরামর্শ দেন তিনি।

উল্লেখ্য, আলোচনা সভার পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে স্বাস্থ্য অধিদপ্তর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাকের উদ্যোগে ম্যালেরিয়া মুক্ত বাংলাদেশ গড়তে বিশেষ এক র্যালী অনুষ্ঠিত হয়।