নানিয়ারচরে সূর্যমুখী ফুলের ব্যাপক সম্ভাবনা

707

।। মাহাদী বিন সুলতান ।।

পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সূর্যমুখী ফুলের ব্যপক সম্ভাবনা দেখছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলার ১০টি প্রদর্শনী থেকে ভাল ফলন পেয়ে ফুল চাষে সম্ভবনা দেখছেন তারা।

সোমবার দুপুরে নিজ কার্যালয়ে প্রতিবেদকের সাথে আলাপকালে এসব কথা জানান, উপজেলা কৃষি অফিসার ইমতিয়াজ আলম। এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা টিপু সুলতান।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা টিপু সুলতান জানান, উপজেলার সাবেক্ষং, বগাছড়ি, নবিন কার্বারী পাড়া, বেতছড়ি জিসান পাড়া ও ঘিলাছড়ি এলাকায় দশটি সূর্যমুখী প্রদর্শনী চাষ করে ব্যপক সাড়া পেয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগ। তিনি আরো জানান, প্রতিটা প্রদর্শনীতে ৩৩শতক জমিতে চাষ হয়েছে সূর্যমুখী। গতকাল সকল প্রদর্শনীতে ক্রপ কাটিং শেষ হয়েছে। প্রদর্শনী শেষে সূর্যমুখী চাষে নানিয়ারচরে ব্যপক সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রদর্শনী গুলো দেখে পাশের কৃষকরা সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ হচ্ছে।

এবিষয়ে কৃষি অফিসার ইমতিয়াজ আলম বলেন, নানিয়ারচরে প্রথম ধাপে রাজস্ব প্রকল্পের আওতায় সূর্যমুখী প্রদর্শনী চাষ করা হয়েছে। সূর্যমুখী চাষে আমরা ব্যপক সাড়া পেয়েছি। চাষীরা উদ্বুদ্ধ হলে নানিয়ারচরে সূর্যমুখী চাষে ব্যপক সফলতা আসবে বলে জানান এ কৃষিবিদ।