ব্যক্তি উদ্যোগে নানিয়ারচরে ৫০পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

521

।।মাহাদী বিন সুলতান।।

রাঙামাটির নানিয়ারচরে ব্যক্তি উদ্যোগে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ৫০পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ই মে) বিকাল ৫টায় উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ১২নং টিলা জামে মসজিদ এলাকায় ৫০পরিবারের মাঝে এই উপহার বিতরণ করেন একই এলাকার কৃতি সন্তান একেএম ইসরাইল।

করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে শাড়ি, লুঙ্গী, সেমাই, চিনি, গুড়া দুধ ও নগদ ২০০টাকা হারে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।