|| স্টাফ রিপোর্টার ||
এতিম শিশুদের নিয়ে রাঙামাটি ব্লাড ব্যাংক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। শুক্রবার ২৪ই রমজান প্রতিবছরের ন্যায় পার্বত্য অঞ্চলের অন্যতম সামাজিক ও রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠন রাঙামাটি ব্লাড ফোর্স জেলা শাখার উদ্যোগে শহরের ভেদভেদী এলাকায় বাইতুল করিম মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিক্ষার্থীদের সাথে নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনের সদস্যরা৷ সংগঠনের এডমিন ও সিনিয়র সহ সভাপতি মোঃ সোহেল রানা এর পরিচালনায় ও সভাপতি আহমেদ ইশতিয়াক আজাদের সভাপতিত্বে উক্ত আয়োজন সম্পূর্ণ হয়।
সভাপতির বক্তব্যে আহমেদ ইশতিয়াক আজাদ বলেন, রাঙামাটি ব্লাড ফোর্স পরিবার প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রমজানে গরীব ও অসহায় এতিমদের সাথে নিয়ে ইফতার ও দোয়ার আয়োজন হয়, রাঙামাটি জেলা শহর তথা রাঙামাটির বিভিন্ন উপজেলায় ইফতার ও মাহফিল সফল করার জন্য উপজেলা শাখার সংগঠনের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত আয়োজন আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, ভেদভেদি বাজারের ব্যবসায়ী ও সমাজসেবক মোঃআলমগীর, সংগঠন এর সহ-সভাপতি আকিব জাবেদ, মোঃ রমজান আলী, মিল্লাত খান, মোঃইসমাইল, শামসুল আলম রনিসহ সংগঠন এর সদস্যবৃন্দ অন্যন্য প্রমূখ।
আয়োজন শেষে অত্র প্রতিষ্ঠানের খোজখবর নিতে গিয়ে সংগঠনের প্রতিনিধিরা জানতে পারেন এই প্রতিষ্ঠানের বেশ কয়েকটি বৈদ্যুতিক পাখার প্রয়োজন। তাই খুব শীগ্রই ব্যবস্থা করে দিবেন এমনটা প্রতিশ্রুতি দিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা।