|| স্টাফ রিপোর্টার ||
রাঙামাটি জেলা শহরের বিভিন্ন এলাকার অসহায় ও পথচারীদের মাঝে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম অঞ্চল) ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে রিজার্ভ বাজার, কাঠালতলী, কলেজ গেইট ও ভেদভেদিতে এ ইফতার বিতরণ করা হয়। এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম অঞ্চল) ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খুরশিদ আলম রাজু, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকুসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।