নানিয়ারচরে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

516

।।মাহাদী বিন সুলতান।।

পহেলা মে থেকে মৎস্য আহরণ বন্ধ থাকায় উপজেলা প্রশাসন কর্তৃক নানিয়ারচরে কর্মহীন জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে নানিয়ারচর জোন সংলগ্ন খাদ্য গুদাম এলাকায় জেলেদের মাঝে ২০কেজি হারে চাল বিতরণ করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা সদর ইউনিয়নের ৪৪৪জন এবং সাবেক্ষং ইউনিয়নের ৩৯৩জনসহ মোট ৮৩৭জন কর্মহীন জেলের মাঝে এই ভিজিএফ চাল বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মৎস বিভাগের ফিল্ড সুপারভাইজার কৃতিরাজ খীসা (ঝিনুক), সদর ইউপি চেয়ারম্যান প্রতিনিধি অনিতা চাকমা, ইউপি সদস্য প্রিয়তোষ দত্ত প্রমূখ।

উল্লেখ্য, নানিয়ারচরে ৪টি ইউনিয়নে ১৮৬৩জন জেলের মাঝে মাছ ধরা বন্ধ থাকাকালীন (৩ মাস) প্রতিমাসে ২০কেজি হারে এই ভিজিএফ চাল বিতরণ করা হবে।