।। মাহাদী বিন সুলতান ।।
দূর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে নানিয়ারচর উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে অতিদরিদ্র ও অসহায় দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর নগদ অর্থ বিতরণ করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। মঙ্গলবার সকালে উপজেলার নানিয়ারচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রচণ্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ৩০০জন অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে নগদ এই টাকা বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, নানিয়ারচর জোন কমান্ডার গোলাম মাবুদ হাসান (পিএসসি), উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মীবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনুষ্ঠানে ৩০০জন অসহায় দরিদ্র পরিবারের মাঝে ৪৫০টাকা হারে মোট ১লক্ষ ৩৫হাজার বিতরণ করা হয়।