|| ইকবাল হোসেন ||
প্রতি বছরের ন্যায় এবছরও ঈদুল ফিতর ঘিরে ৬৫জন সুবিধাবঞ্চিত শিশু কে ঈদ উপহার বিতরণ ও মেহেদী উৎসবের আয়োজন করে রাঙামাটি পার্বত্য জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট এ্যান্ড হেল্প (ইয়ুথ) ও ইয়ুথ মোস্তফা কামাল ফাউন্ডেশন।
মঙ্গলবার সকালে রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে ঈদ উপহার বিতরণ ও মেহেদী উৎসবে প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য ও ইয়ুথের প্রধান উপদেষ্টা স্মৃতি বিকাশ ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি ও অত্র সংগঠনের উপদেষ্টা মো. আবু সৈয়দ, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক এবং অত্র সংগঠনের উপদেষ্টা আনোয়ার আল হক, সাবেক প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর এবং অত্র সংগঠনের উপদেষ্টা মো. জামাল উদ্দীন, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোসনা বেগম, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক কুঞ্জমনি ত্রিপুরা, মানবিক পুলিশ কর্মকর্তা এসআই জহির, ইয়ুথের পরিচালক মো. ইকবাল হোসেন। সংগঠনের সদস্য- গোলাম মোস্তফা, চৌধুরী অনেশ বড়ুয়া, সঞ্চিতা চৌধুরী, পূজা গুপ্ত, অভি দে, মোস্তাফিজুর রহমান, মাসুম আজিজ।
ঈদ উপহার বিতরণের পর মেহেদী উৎসব অনুষ্টিত হয় এসময় সংগঠনের পক্ষ থেকে সকল শিশুকে মেহেদী পরিয়ে দেওয়া হয়।