|| সংবাদ বিজ্ঞপ্তি ||
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিবিডি রাঙামাটি কর্তৃক ১০০ অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। করোনা মহামারির কারনে বহু পরিবারের মাঝে অসচ্ছলতা দেখা দিয়েছে তাই তাদের ঈদ পালন করা কষ্টসাধ্য ব্যাপার। তাই এসকল পরিবারের মাঝে ঈদের আনন্দ পৌছে দিতে আমরা ভিবিডি রাঙামাটি জেলা “ঈদের খুশি সবার সাথে” নামক ইভেন্ট হাতে নিয়েছি।
আমাদের ভলান্টিয়ারদের ঈদ শপিংয়ের টাকা দিয়ে এবং রাঙামাটির বিভিন্ন বিত্তবান শুভাকাঙ্ক্ষীদের সহযোগীতায় আমরা ১০০ পরিবারের জন্য ঈদ উপহারের আয়োজন করা হয়েছে। পরিবারগুলো যেনো অসম্মানিতবোধ না করে তাই আমাদের ভলান্টিয়ারগণ রাতের আধাঁরে প্রত্যেকের ঘরে ঘরে উপহার পৌছে দিয়েছে।
উক্ত ইভেন্ট এর ইভেন্ট লিডার সামিউল আলম রণ বলেন “ভিবিডি রাঙামাটি জেলা দীর্ঘদিন যাবত রাঙামাটির সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে যাচ্ছে, এরি ধারাবাহিতা বজায় রেখে ঈদের খুশি সবার মাঝে ছরিয়ে দেওয়ার জন্য আমাদের এই ইভেন্টের আয়োজন করেছি, গরিব দুস্থ মানুষদের কাছে ঈদ আনন্দ পৌঁছে দিতে তাদের পাশে ঈদের বাজার সামগ্রী পৌঁছে দিচ্ছি।আমাদের সামনেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।