খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ

568

|| স্টাফ রিপোর্টার ||

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটি পৌরসভা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়।

এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, যুবদল নেতা রবিউল হোসেন বাবলু, জেলা ছাত্রদলের সহ সভাপতি খুরশিদ আলম, মানিক আহমেদ, সুফিয়ান রেজা, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, যুগ্ম সম্পাদক মো. সাজ্জাদ, আবুল কালাম সগির, অলি আহাদ, প্রচার সম্পাদক মো. আরজু, নগর ছাত্রদলের সদস্য সচিব আব্দুশ শাকুর জাবেদ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কামাল হোসেন, সদস্য সচিব কফিল উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।