রাঙামাটিতে কুখ্যাত মাদক ব্যবসায়ী বেলাল ইয়াবাসহ আটক

736
|| স্টাফ রিপোর্টার ||
রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টের আসামী বেলাল হোসেনকে ৮ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ কবির হোসেনের নির্দেশে উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ জিয়াউল হকের বাদী করা মামলায় সহকারী উপ-পুলিশ পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্ব পরিচালিত অভিযানে মধুমিতা বোডিংয়ের পাশে প্রতিদিন সেলুন থেকে ওয়ারেন্ট আসামী বেলাল ৮ পিস ইয়াবা সহ আটক করা হয়।
আটককৃত বেলাল মসজিদ কলোনীর মোঃ আব্বাস আলীর ছেলে। পুলিশ জানায়,আটককৃত বেলাল স্বীকারোক্তি দিয়েছে তার গড ফাদার মহসিন কলোনীর কুখ্যাত মাদক ব্যবসায়ী টিপু।এছাড়াও বেলালের বিরুদ্ধে একটি জি আর সাজাপ্রাপ্ত ও চারটি সাধারন জি আর রয়েছে।