বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে নানিয়ারচরে প্রস্তুতিমূলক সভা

392

||মাহাদী বিন সুলতান||

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২১ শীর্ষক আয়োজনে নানিয়ারচরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নিজ কার্যালয়ে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতিমূলক এ সভার সভাপতিত্ব করেন, নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।

উপজেলা সূত্রে জানা যায়, আগামী ২৮- ৩১শে মে ইউনিয়ন পর্যায়ে দল বাছাই পূর্বক নির্বাচিত দলসমূহ উপজেলায় অনুষ্ঠিতব্য টুর্ণামেন্টে অংশগ্রহণ করবে। এবং উপজেলা পর্যায়ে উত্তীর্ণ দলটি জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্ণামেন্টের এই প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, মৎস্য বিভাগের মাঠ পরিদর্শক কৃতিরাজ খীসা ঝিনুকসহ থানা প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।