স্বাস্থ্যবিধি মেনে নানিয়ারচরে শুরু হয়েছে বাস চলাচল

415

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

দীর্ঘদিন চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন শেষে স্বাস্থ্যবিধি মেনে নানিয়ারচরে শুরু হয়েছে বাস চলাচল। সোমবার সকাল ৮টা ও দুপুর ২টায় স্বাস্থ্যবিধি মেনে প্রতি ২সিটে একজন করে যাত্রী পরিবহণ টিকেট বিক্রি করে নানিয়ারচর ব্রিজ ডাকবাংলা ঘাট থেকে রাঙামাটির উদ্দ্যেশে বাস ছেড়ে যায়।

সংশ্লিষ্টরা জানায়, পূর্বে নানিয়ারচর-রাঙামাটি ৭০টাকা ভাড়া থাকলেও বর্তমানে জনপ্রতি ১০০টাকা ভাড়া নেওয়া হচ্ছে। এবং প্রতি বাসে ২০জন করে বহন করা হচ্ছে যাত্রী। এবিষয়ে পরিবহণ শ্রমিক মোঃ জসিম জানান, এতদিন লকডাউনে থেকে সংসার চালানো অনেকটাই হিমশিম খেতে হয়েছে তার। তবে স্বাস্থ্যবিধি মেনে যান চলাচলে স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন এটা ভেবেই তিনি অনেকটা স্বস্তি পাচ্ছেন।

এদিকে স্বাস্থ্যবিধি মেনে নানিয়ারচর থেকে সিএনজি ও ভাড়ায় চালিত মটর বাইক চলাচল করছে। সিএনজি যোগে আগে ১৫০টাকা রাঙামাটি যাওয়া গেলেও এখন ২জন করে ভাড়া ধরা হয়েছে ২৫০টাকা। ভাড়া একটু বাড়তি হলেও যান চলাচল শুরু হওয়ায় জনজীবনে একটু স্বস্তি ফিরে আসবে এটাই আশা করছেন এলাকাবাসী।

এবিষয়ে জানতে চাইলে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী জানান, লকডাউন শিথিল করা হলেও যান চলাচলে পূর্বের নির্দেশনা মানতে হবে। যান চলাচলে সরকারের দেওয়া নির্দেশনায় থাকবে। বাসে ২সিটে একজন এবং সিএনজিতে চালকের পেছনে ২জন করে যাত্রী পরিবহণ করতে হবে। যান চলাচল শুরু হলেও করোনার প্রকোপ না কমায় জনসাধারণকে আগের চেয়ে তুলনামূলক সচেতনতা অবলম্বন করে চলাফেরা করারও পরামর্শ দেন এই নির্বাহী কর্মকর্তা।