কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানঃ ১০ মামলা

440

|| অর্ণব মল্লিক, কাপ্তাই ||

কাপ্তাই উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে উপজেলার নতুন বাজার এলাকায় বিভিন্ন অপরাধে ১০টি মামলা দায়ের করা হয়েছে এবং সেই সাথে ১৬,৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান উপস্থিত থেকে এই অভিযান পরিচালনা করেন।

এসময় করোনা কালীন সময়ে স্বাস্থ্যবিধি না মানা ও হেলমেট ব্যবহার না করায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৬৬ ধারায় ০৪টি মামলায় ১,৪০০ টাকা, দোকানে মূল্য তালিকা টাঙ্গানো না থাকায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ০৫ টি মামলায় ১০,৫০০ টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই ও মাংস বিক্রি করায় ২০১১ এর পশু জবাই ও মাংসের নিয়ন্ত্রণ আইনে ০১টি মামলায় ৫,০০০ টাকা সহ ১০ টি মামলায় মোট ১৬,৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম ও কাপ্তাই প্রজেক্ট ফাঁড়ির পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করে।