শেখা হাসিনার সরকার পিড়ীত ও সমস্যগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেরী করে না: এমপি দীপংকর

435

॥ স্টাফ রিপোর্টার ॥

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার পিড়ীত, অসুস্থ এবং সমস্যগ্রস্ত মানুষের পাশে তাৎক্ষণিকভাবে দাঁড়াতে কার্পণ্য করে না। তিনি বলেন, বর্তমান সরকার সারাদেশের যেমন উন্নয়নের দুর্বার গতিধারা তৈরি করেছে, তেমনি ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে কোনো সমস্যায় পড়ে যারাই আবেদন করে সরকার তা সহানুভূতির সাথে বিবেচনা করে দেখে। আবেদনের যথার্ততা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেরী করে না ।

রাঙামাটি জেলার বিভিন্ন প্রতিষ্ঠান এবং কিছু অসুস্থ ব্যক্তির চিকিৎসা সহায়তা ১৫ লক্ষ টাকার চেক বিতরণকালে বৃহস্পতিবার এমপি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে এ ছাড়াও এমপি সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে বরাদ্দকৃত জুরাছড়ি উপজেলার ৮ পরিবার এবং রাঙামাটি সদরের ১টি পরিবারকে অগ্নিক্ষতির কারণে পরিবার প্রতি ১০ হাজার টাকার চেক বিতরণ করেন।

বৃহস্পতিবার (২৭মে) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আপদকালীন খাত থেকে প্রাপ্ত এই এককালীন সহয়াতার চেক বিতরণকালে এমপি আবেদনকারীদের আরজিতে তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়ায় পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য সবির কুমার চাকমা, পরিষদ সদস্য প্রিয় নন্দ চাকমা, পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, পরিষদ সদস্য ঝর্না খীসা, পরিষদ সদস্য ইলিপন চাকমা ও জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।