রাজস্থলীতে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী ঘিরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

449

|| রাজস্থলী প্রতিনিধি ||

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজস্থলী উপজেলা বিএনপি আয়োজনে রোববার (৩০মে) রাজস্থলী উপজেলা অস্থায়ী কার্যালয়ে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মংঞো মারমার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ- সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা, ছাত্র বিষয়ক সম্পাদক আজিজুল রহমান, বিএনপি নেতা জিকু কুমার, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক আইয়ুব চৌধুরী, রাজস্থলী উপজেলা যুবদলের আহবায়ক শামিম আহম্মেদ রুবেল, সাংগঠনিক জব্বার হোসেন বক্তব্য রাখেন। এসময় রাজস্থলী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলা দল, ওলামা দল, তাঁতীদল, মৎসজীবি দল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ও উপজেলাস্থ তিনটি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।